কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ষ্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় 'পুলিশই জনতা-জনতাই পুলিশ' সেøাগানকে সামনে রেখে আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যয় শহরের ১১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে মিলপাড়া নবযুবক ক্রীড়াচক্রে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ১১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ নিশিকা সরকার, ১১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মুসা আলী খান, সদস্য শওকত আলী বুলবুল,আলতাফ হোসেন, চন্দন সরকার, জাহাঙ্গীর আলম, ইব্রাহিম হোসেন স্বপন, সাগর আলী, মনজুরুল ইসলাম শান্ত প্রমুখ। সভায় আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে আয়োজনের লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মিলপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ নিশিকা সরকার তার বক্তব্যে বলেন, এলাকায় জুরি ডাকাতি রোধে এই এলাকার প্রতিটি বাড়ীর তথ্য এবং ভাড়াটিয়ার তথ্য ফরম পুরন করে মিলপাড়া পুলিশ ফাড়িতে জমা দেওয়ার আহবান জানান। এছাড়াও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে তথ্য প্রদানে এগিয়ে আসার আহবান জানান। সভাপতির বক্তব্যে আলহাজ্ব আমজাদ আলী খান বলেন, অপরাধ দমনে পুলিশকে কমিউনিটি পুলিশিং বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে। অপরাধ নির্মুলে কমিউনিটি পুলিশকে আরোও সোচ্চার ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এর মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। এসময় ১১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।