কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র্যালী ও মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান
জিয়াউর রহমান :
সারা দেশের ন্যায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে,আলোচনা সভা,বৃক্ষরোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন কিশোরগঞ্জ থানা পুলিশ। নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে এক বিশাল র্যালী বের করা হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ থানা চত্বরে জড়ো হতে থাকে।
পরে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বজলুর রশীদের নেতৃত্বে এক বিশাল র্যালী বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উপজেলার সাধারণ মানুষ রাস্তার দু’ধারে দাড়িয়ে হাত তালি দিয়ে স্বাগত জানায়। র্যালীতে উপজেলা গাড়াগ্রাম ইউনিয়নের শ্রম কল্যাণ পাবলিক পাঠাগার ,মাগুড়া স্বাধীণ বাংলা ক্রিড়া চক্র,কিশোরগঞ্জ উপজেলা জনকল্যাণ ফোরাম,মাগুড়া বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন,কিশোরগঞ্জ দোকান মালিক সমিতি,কিশোরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি,নব দিগন্ত ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।
কিশোরগঞ্জকে শতভাগ মাদক মুক্ত ঘোষনা করার পর কিশোরগঞ্জ থানা পুলিশের এ অনুষ্ঠান উপজেলা বাসীকে নতুন করে প্রাণ বন্ত করে তুলে। র্যালী শেষে থানা চত্বরে এক আলোচনা সভায় অংশ নেয় সাধারণ মানুষ।
অন্য দিকে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বজলুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠানে কনষ্টেবল মমতাজ উদ্দীনের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এছরারুল হক,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবুল,কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম,কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ,নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারূকুজ্জামান ফারুক,গাড়াগ্রাম শ্রম কল্যাণ পাবলিক পাঠাগারের সভাপতি তৌফিকুল ইসলাম মিশুক,মাগুড়া স্বাধীণ বাংলা ক্রিড়া চক্রের সভাপতি শাহিনুর রহমান শাহিন,কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান,কিশোরগঞ্জ শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের মাগুড়া উপ-কমিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে বৃক্ষরোপন করা হয় এবং পরিশেষে মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচীর সমাপ্তি ঘটে।