বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
রুবেল মাদবর
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শনিবার ২৮ অক্টোবর সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মুন্সীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে র্যালীসম্পন্ন হয়েছে। সাজ সাজ রবে আলোক সজ্জায় সজ্জিত হয়ে কমিউনিটি সমাবেশ শেষ হয়েছে। এতে ৯ টায় ১০ হাজার লোক সমাগম হয়েছে। পরে পায়রা উড়িয়ে ফিতাকেটে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে র্যালীটি উদ্বোধন করা হয়। সকাল ৯ টায়জেলা পুলিশ লাইন্সে থেকে দশ হাজার লোকের র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীর সামনে এসে শেষ হয়। র্যালীতে একটি গোড়া সজ্জিত, কমিউনিটি পুলিশিং থিমসং, ব্যান্ডপার্ট্টিসহ ১০০জন নারী এই র্যালীতে অংশ গ্রহণ করে। র্যালীতে নেতৃত্ব দিনে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যএ্যাড. মৃণাল কান্তি দাস। র্যালীতে আরো নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আনিছউজ্জামান আনিছ, পৌর মেয়র ফয়সাল আহমেদ বিপ্লব, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন। র্যালীটি সুপার মার্কেট চত্বর থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ ছিল।পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। শিল্পকলাএকাডেমীর বাহিরেও তিন হাজার লোক বসার জন্য আয়োজন করা হয়েছে।র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিঅনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর কুমার গাঙ্গুলীর সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরুর সঞ্চায়লনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. মৃণাল কান্তি দাস ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, এডিএম একে এম শওকত আলম মজুমদার, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ মেজর মোহাম্মদ গাজী তাওহিদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এম এ কাদের মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও মিরকাদিম পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম শাহিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজের একটি অভিশাপ। মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকতে হবে যেন সর্বনাশা মাদকের কারণে যুব সমাজধ্বংস না হয়ে যায়। আজকের অনুষ্ঠানে নতুন প্রজন্মরা যোগ দিয়ে তারা প্রমাণ করেছে যে তারা সমাজের সকল অন্যায় ও অবিচারকে প্রশ্রয় দিবে না। আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে!