পথে পথে বেগম জিয়া হামলার স্বীকার, তবুও বেগম জিয়া এসেছে চট্টগ্রামে তাকে স্বগত
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) আগামী একাদশ সংসদ নিবাচনে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন রক্ত পরীক্ষা করে মনোয়ন দিবেন। আগামী নিবাচন অতন্ত কঠিন ও গুরুতর সাথে নিচ্ছে আওয়ামীলীগ। অনেক এমপি কে নেএী তার কাযালয়ে ডেকে লাল কাড ও দিয়েছেন এবং তাদের মনোয়ন দিবেন না বলে জানিয়েছেন। চট্টগ্রামেব১০ আসনে এ বতমান আওয়ামীলীগ এর নিবাচিত এমপি ডাঃ মোহাম্মদ আবছারুল আমীন। তিনি ১০ আাসনে সংসদ সদস্য ও শিক্ষা মন্তনালয় এর স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব ও পালন করছেন।
এভার আওয়ামীলীগ এর চট্টগ্রাম ১০ আসনে মনোয়ন প্রত্যাশা করে পচারনায় আছেন তিন জন ১) ডাঃ মোহাম্মদ আবছারুল আমীন। (বতমান এমপি ১০ আসন) ২) মোহাম্মদ মনজুর আলম (সবেক মেয়র চট্টগ্রাম, বিএনপি পক্ষ ছিল) ৩) ফরিদ মাহমুদ। তবে বতমান এমপি রাজনৈতিক কমকান্ডে দল হতাশ। মন্জুর আলম এর কোনো বিশ্বাস নেয় কখনো বিএনপি আবার কখনো আওয়ামীলীগ মনোয়ন প্রত্যশা এটি ভাল চোখে দেখছে না আওয়ামীলীগ। এতে করে মনোয়ন পাবার পথে আছেন ফরিদ মাহমুদ। ফরিদ মাহমুদ এর ইয়াং জেনারেশনে ও অনেক জনপ্রিয় হয়ে উটেছে।