আইনের দোহায় দিয়ে সিটি কর্পোরেশনের মনগড়া গৃহকরের নামে ঘরভাড়া থেকে আয়কর নগরবাসী কখনও পরিশোধ করবেনা।
কে.এম রুবেল চট্টগ্রাম:চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৯৮৬ সালের কালো অধ্যাদেশের দোহায় দিয়ে নগরবাসী থেকে রক্তচোষা আচরণের মাধ্যমে গৃহকরের নামে মনগড়া ভাবে ঘড়ভাড়া নির্ধারণ পূর্বক আয়কর আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে সিটি কর্পোরেশন ট্যাক্সাশন রুল্স সংশোধনের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে চট্টগ্রাম নাগরিক ফোরামের ঘোষিত ৩০ শে নভেম্বর নাগরিক সমাবেশ জনসমুদ্র পরিণত করার লক্ষ্যে ফোরামের চলমান কর্মসূচির অংশবিশেষ অদ্য ২৮শে অক্টোবর বিকাল ৫টার সময় নগরির হালিশহরস্থ বড়পুল মোড়ে ফজলুল হক খোকনের নেতৃত্বে এক প্রতিবাদি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন- ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন, বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, অন্যান্যদের মধ্যে- মোহাম্মদ ইউছুপ, মোঃ রুস্তম। সভায় বক্তরা বলেন, আমাদের নিয়ম তান্ত্রিক আন্দোলন চট্টগ্রাম নগরবাসীর স্বার্থে চালিয়ে যাব, সিটি কর্পোরেশন জলবদ্ধতা নিরসনে ব্যর্থ হয়ে নগরবাসী থেকে গলাকাটা গৃহকরের নামে আয়কর আদায়ের পায়তারা চালাচ্ছে তা প্রতিহত করার জন্য আমরা দলমত নির্বিশেষে নাগরিক ফোরামের উদ্যোগে কাজ করার অঙ্গিকারবদ্ধ।