সাভারে ঢাকা আরিচা মহাসড়কে ট্রাক চাপায় দুই ড্রাইভারের মৃত্যু
আব্দুস সাত্তার, সাভার: সাভারে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে অন্য ট্রাকের দুই চালকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
সোমবার দিবাগত রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী এলাকায় এই র্দুঘটনা ঘটে। নিহত এক চালকের নাম মো. সোহান। তিনি ফিরোজ আলম তিনি পুটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সোবেদখালী গ্রামের ফিরোজ আলমের ছেলে। অপরজন চালক মো. আলাউদ্দিন। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দেলগর রাজাপুরা গ্রামের রুহুল আমিন মুন্সীর ছেলে । তারা দুইজন শাহ সিমেন্ট কারখানায় চাকরি করতো ও বর্তমানে রাজধানীর মিরপুর বসাবাস করে আসছিলো।
সাভার মডেল থানার এস আই সুদীপ্ত জানান, গভীর রাতে সাভারের রেডিও কলোনীতে শাহ সিমেন্টের একটি ট্রাক নষ্ট হয়ে যায়। ট্রাকটি উদ্ধার করতে শাহ সিমেন্টের অপর একটি ট্রাক নিয়ে কাজ করছিলো দুই চালক। এসময় পিছন থেকে ঢাকাগামী দ্রুতগতির তরকারী বোঝাই ট্রাক পিছন থেকে শাহ সিমেন্টের ট্রাকটিকে ধাক্কা দেয়। এসময় চাপা পড়ে শাহ সিমেন্টের দুই ট্রাকের মাঝখানে থাকা দুই চালক ঘটনাস্থলেই মৃত্যু হয়। তরকারী বোঝাই ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
অপরদিকে গতকাল বিকালে সাভারের বাস স্ট্যান্ডে বাস চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নাইম আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।