বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
৪৬ বছর আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাকামী ৭ কোটি মানুষকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে সেদিন তৎকালীন রেসকোর্স ময়দানে নামে জনতার ঢল।
একাত্তরের ৭ মার্চ, বঙ্গবন্ধুর ভাষণ ছিল বাঙালির আকাঙ্খিত স্বাধীনতার দিক নির্দেশনা যা মুক্তিযুদ্ধের সবুজ সংকেত।
বঙ্গবন্ধুর সেই ৭ মার্চের ভাষণকে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
জাতিসংঘের এই সংস্থাটির "মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে" মোট ৭৮টি দলিলকে মনোনয়ন দেয়া হয়েছে। যার ৪৮ নম্বরে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি স্থান পেয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
প্যারিসে ইউনেস্কোর প্রধান কার্যালয়ে গত ২৪ থেকে ২৭ অক্টোবর সভা করে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি। সেখানে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামের পক্ষ থেকে "মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল নিবন্ধনের জন্য ৭৮টি দলিল মনোনয়ন দেয়া হয়।