ধামরাইয়ে অবৈধ ইটভাটাকে জরিমানা ও বন্ধের নির্দেশ
আব্দুস সাত্তার,সাভার: ধামরাইয়ের নির্মানাধীন অবৈধ একটি ইট ভাটার মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইট ভাটাটি বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের পার্লি এলাকায় উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের নেতৃত্তে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাহি এন্টারপ্রাইজ নামে একটি নির্মানাধীন ইট ভাটার মালিককে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। পাশাপাশি ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশও প্রদান করেন।
ধামরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান, মাহি এন্টারপ্রাইজ নামে নির্মানাধীন ইটভাটাটি পরিবেশের ছাড়পত্র ও নিবন্ধন ছাড়া অবৈধভাবে তৈরি করছিলো। এছাড়া ইটভাটাটি নিয়মনীতি না মেনে আবাদি জমি নষ্ঠ করে নির্মান করে আসছিলো। ফলে ইটভাটার মালিক সোলায়মান হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পরিবেশের ছাড়পত্রসহ সব ধরনের কাজগপত্র ও প্রক্রিয়া সম্পন্ন না করা পর্যন্ত ইটভাটাটির সব ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।