ভোলায় পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু
ভোলায় বাপেক্স আবিষ্কৃত নতুন ক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন বুধবার শুরু হয়েছে।
সকাল ৮টায় বোরহানউদ্দিনের শাহবাজপুর ইস্ট কূপ থেকে গ্যাস উত্তোলনের কাজ শুরু হয়। এরমধ্য দিয়ে এই কূপে গ্যাস মজুদের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রথম দিনেই ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছেন বাপেক্স কর্মকর্তা ও গ্যাস ক্ষেত্র ইনচার্জ মোহাম্মদ হাসানুজ্জামান।
মাটির তিন হাজার ৪৯০ ফুট নিচে গ্যাসের সন্ধান মিলেছে বলে জানা গেছে। আর এতে অন্তত ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।