সংঘাতের উস্কানি দিয়ে সমঝোতা সম্ভব নয়: কাদের
সংঘাতের উস্কানি দিয়ে সমঝোতা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সামনে দরজা বন্ধ করে বিএনপি সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে।
কোনো দলের পক্ষ নেয়ার প্রয়োজন নেই নির্বাচন কমিশনের—এ কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের কাছে আওয়ামী লীগ শুধু নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের এগারো দফা প্রস্তাব নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত আলোচনায় নির্বাচনকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের যা প্রয়োজন সরকার তাই করবে।
তিনি বলেন, বিএনপি নির্বাচন কেন্দ্রীক কি চায় সেটাই এখনো নিশ্চিত নয়, বিএনপিকে কিভাবে নির্বাচন কমিশন হ্যান্ডেল করবে তা তাদের বিষয়, তবে বিএনপি নির্বাচনে আসুক এটা আওয়ামী লীগ চায়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমঝোতার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এই দলটির সঙ্গে কোনো সমঝোতা নয়।
বিএনপি সংঘাত সৃষ্টি করে, সমঝোতার কথা বলে—এ কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার গাড়িতে পরিকল্পিত হামলা হয়েছে। বাসে আগুন দেয়ার অভ্যাস বিএনপির আওয়ামী লীগে নয়।
তিন আরো বলেন, শেখ হাসিনা ভবিষ্যত প্রজন্মের জন্য রাজনীতি করে— নির্বাচনের জন্য রাজনীতি করে না।