তাজউদ্দীন আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি:
বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার টোক ইউনিয়ন শাখার উদ্যোগে তাজউদ্দীন আহমদের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর দুপুরে পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় রচনা, কবিতা পাঠ ও প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে বই বিতরন করা হয়।
পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টোক ইউনিয়ন যুবলীগের সভাপতি আমান উল্লাহ ভূইয়া, সহ সভাপতি শ্যামল চন্দ্র দাস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেলিম রহমান, সহ সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক আলগীর হোসেন রুবেল প্রমূখ।
প্রধান আলোচকের বক্তৃতায় তাজউদ্দীন আহমদের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ স্মৃতি পাঠাগার টোক ইউনিয়ন শাখার আহ্বায়ক আসাদুল্লাহ মাসুম । তিনি তাজউদ্দীন আহমদের স্মৃতিকে অম্লান রাখার জন্য তরুণ প্রজন্মের উৎসাহ ও উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার ৪৬ বছর পর এই মহান নেতার স্মৃতিকে অম্লান রাখার জন্য তরুণ প্রজন্মের উৎসাহ ও উদ্যোগ আমাদেরকে আশাবাদী করেছে
তিনি আরোও বলেন, প্রতিটি ছাত্রছাত্রীকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু ও বঙ্গতাজের স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে । বিশ্বের সফল রাষ্ট্রনায়কদের মধ্যে শেখ হাসিনার নাম শীর্ষ পর্যায়ে। তিনি অত্র বিদ্যালয়ের প্রতি কতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন,বাঙালির প্রতিটি অর্জনের পেছনে রয়েছে বঙ্গবন্ধু ও তাজউদ্দীর আহমদের অবদান। যতদিন বাঙালি থাকবেন ততদিন বঙ্গবন্ধু ও বঙ্গতাজ মানুষের মাঝে বেঁচে থাকবেন । বক্তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যেগে এই ধরনের আলোচনার আয়োজন করায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।
আলোচনা সভায় শিক্ষক, শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।