বিনম্র শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালিত
বিনম্র শ্রদ্ধায় জেল হত্যা দিবস পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা। শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে, দিবসটির আনুষ্ঠানিকতা শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে বনানীতে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। বঙ্গবন্ধুকে হত্যার পর জেল হত্যা-- একই ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন নেতারা।
ভোরের আলো ফোটার আগেই ধানমন্ডিতে হাজির হন আওয়ামীল ও এর অংগ সংগঠনের নেতারা। ১৯৭৫,এর ৩ নভেম্বর জেলখানায় নির্মম হত্যাকান্ডের শিকার হওয়া সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান, এই চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু করেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, সে সময়ের খলনায়করা এখনও সক্রিয় আছে। তবে সে ব্যাপারে সতর্ক রয়েছে আওয়ামী লীগ। বনানী কবরস্থানে গিয়ে জাতীয় চার নেতার কবরে এসে শ্রদ্ধা নিবেদন করেন তারা। সেখানে নিহতদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
সেখানে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, ৩ নভেম্বরের অপশক্তিই শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করছে।
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহযোদ্ধা, জাতীয় চার নেতা-হত্যার কুশীলবদেরও মুখোস উন্মোচন করা হবে-- এমন আশ্বাস দেন আওয়ামী লীগ নেতারা।