রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কমনওয়েলথের সহযোগিতা চাইবে বাংলাদেশ
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন-সিপিএ'র চেয়ারপারসন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন, দ্রুততম সময়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সিপিএ সদস্যদের সমর্থন চাইবে বাংলাদেশ।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে সিপিএ নির্বাহী কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শিরিন শারমিন চৌধুরী বলেন, রোহিঙ্গা সঙ্কট বিষয়ে কমনওয়েলথ পার্লামেন্ট সদস্যদের অবহিত করতে বাংলাদেশের পক্ষ থেকে আগামী ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে।
তিনি আরো বলেন, আন্তর্জাতিক সমর্থন আদায়ের পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।