রোহিঙ্গাদের কুতুপালং আশ্রয় কেন্দ্রে হস্তান্তর শুরু
মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত তিন হাজার রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়া সীমান্ত থেকে কুতুপালং আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করা শুরু হয়েছে। গত দুই দিন ধরে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়া রোহিঙ্গাদের যাচাই-বাছাই শেষে এ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
এদিকে, নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, সীমান্তের ওপারে তাদের স্বজন আরো প্রায় ছয় হাজার মানুষ এখনো বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। শতবর্ষী এই রোহিঙ্গা বৃদ্ধাকে মিয়ানমার থেকে বয়ে আনা হয়েছে চেয়ারে করে। হাঁটার শক্তি হারিয়ে এই মা দুই ছেলের কাঁধে চড়ে এসেছেন উখিয়ার আঞ্জুমান পাড়া সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে।
নিজ দেশ ছেড়ে রোহিঙ্গারা রাখাইন থেকে সাত-আট দিন ধরে হেঁটে, পাহাড়-জংগল পেরিয়ে ওপারে ভুচিঢং ও রাসিঢং থেকে এপারে বাংলাদেশে এসেছেন আশ্রয় নিতে। এখনো মিয়ানমারে সেনারা তাদের ওপর নির্যাতন-নিপীড়ন করছে বলে অভিযোগ করছেন নতুন করে এদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিভিন্ন রকম সহায়তা দিচ্ছে কয়েকটি আর্ন্তজাতিক দাতা সংস্থা। জাতিসংঘের তথ্য মতে, মিয়ানমারে সহিংসতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ৬ লাখ ৭ হাজার রোহিঙ্গা।