রোববার শুরু হচ্ছে সিপিএয়ের ৮ দিনব্যাপী সম্মেলন
আগামীকাল- রোববার জাতীয় সংসদ ভবনে কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিপিএয়ের ভাইস প্যাট্রন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরইমধ্যে গত ২ নভেম্বর থেকে রাজধানীর একটি হোটেলে সিপিএর কয়েকটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, এই সম্মেলনের মধ্যদিয়ে সিপিএ'র বর্তমান চেয়ারম্যান, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মেয়াদ শেষ হচ্ছে এবং নির্বাচিত করা হবে নতুন চেয়ারম্যান। এছাড়া আগামীকাল বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ এক অধিবেশনে রোহিঙ্গা সঙ্কটের বিস্তারিত তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
"কন্টিনিউইং টু এনহান্স দ্য হাই স্ট্যান্ডার্ড অব পারফরমেন্স অব পার্লামেন্টারিয়ান্স" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হতে যাচ্ছ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএয়ের ৮ দিনব্যাপী সম্মেলন।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব উদ্বোধন করবেন, সিপিএর ভাইস প্যাট্রন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আট দিনব্যাপী এই সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫২টি রাষ্ট্রের কেন্দ্রীয় ও প্রাদেশিক সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ ৬ শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পার্লামেন্টারি ফোরামের বর্তমান চেয়ারম্যান, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মেয়াদ শেষ হবে। নির্বাচন করা হবে নতুন চেয়ারম্যান।
এর আগে, গতকাল এক ব্রিফিংয়ে সিপিএয়ের চেয়ারপারসন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী জানান, দ্রুততম সময়ে মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সিপিএ সদস্যদের সমর্থন চাইবে বাংলাদেশ।
এদিকে, রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোহিঙ্গা ইস্যুতে বিশেষ এক অধিবেশনে রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিভিন্ন দেশের এমপিদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।