বেনাপোলে পৌছালো কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস
শহিদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি।। দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি ঘটল। অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো কলকাতা- খুলনা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনের।
বৃহস্পতিবার (৯ নভেম্বর)সকাল সাড়ে ১১টায় ‘বন্ধন এক্সপ্রেস’ কলকাতা স্টেশন থেকে খুলনার দিকে যাত্রা শুরু করে । ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাত্রার সূচনা করেন দু’দেশের প্রধানমন্ত্রী। কলকাতা থেকে যাত্রা শুরু করে ট্রেনটি পেট্রাপোল সীমান্ত দিয়ে ও বাংলাদেশের বেনাপোল রেল স্টেশনে প্রবেশ করে দুপুর দেড়টায়।
বেনাপোল রেল স্টেশন ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে ২ টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশে বেনাপোল ছেড়ে যায়।
কলকাতা থেকে ভারতীয় রেলওয়ের উধ্বর্তন কর্মকর্তার বন্ধন এক্সপ্রেসে করে বেনাপোলে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করেন ইমিগ্রেশন পুলিশ, রেল কর্মকর্তারা।
কলকাতা স্টেশন থেকে খুলনা স্টেশন পর্যন্ত ট্রেনটি অতিক্রম করবে ১৭২ কিলোমিটার। এর মধ্যে ভারত সীমান্তে ৯৫ কিলোমিটার। সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা।
বৃহস্পতিবার এই বন্ধন এক্সপ্রেস ট্রেন যাত্রার আনুষ্ঠানিকতা সূচনা হলেও নিয়মিতভাবে যাত্রী নিয়ে যাতায়াত শুরু করবে ১৬ নভেম্বর থেকে।
উল্লেখ্য অতীতে খুলনা থেকে শিয়ালদহের মধ্যে যাত্রিবাহী ট্রেন চলাচল করলেও ষাটের দশকে তা বন্ধ হয়ে যায়