ক্ষমতাসীন সরকারকে রাজনীতিতে সহিষ্ণু হওয়ার আহ্বান খালেদার
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে রাজনীতিতে সহিষ্ণু ও সুন্দর সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, এতে ভবিষ্যৎ প্রজন্ম ভাল কিছু শিখতে পারবে।
দুর্নীতির দুই মামলায় বকশিবাজারের বিশেষ আদালতে আত্মপক্ষ সমর্থনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এবং তার পরিবারের প্রতি প্রতিহিংসামূলক বৈরি আচরণের পরও শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন বলেও জানান তিনি।
জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শেষ করতে আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় বৃহস্পতিবার হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যান।
সকাল ১১টা ৩৯ মিনিটে তিনি আদালতে পৌঁছান তিনি।
পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলে।
মামলা দুটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অসমাপ্ত বক্তব্য আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীদের পুনরায় জেরার জন্য দিন ঠিক ছিল।
গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান এরপর ১২ অক্টোবর আদালত খালেদার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
তিন মাস চিকিৎসা শেষে দেশে ফেরার পরদিন ১৯ অক্টোবর দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া।
ওইদিন তিনি অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বক্তব্য দেন। এরপর ২৬ অক্টোবর এবং ২ নভেম্বর বক্তব্য দেন তিনি।
বিএনপি চেয়ারপারসন তার অসমাপ্ত বক্তব্যে দেন।