মুন্সীগন্জ জেলার বিদ্যাপিঠ সরকারি হরেগঙ্গা কলেজ
মোঃলিটন মাহমুদ মুন্সীগন্জ সদর থেকে ,
মুন্সীগঞ্জ জেলার বিদ্যাপিঠ সরকারি হরগঙ্গা কলেজ। কলেজটিতে জেলার শিক্ষার্থী ছাড়াও দেশের অন্যান্য জেলা থেকে এসেও এখানে উচ্চতর শিক্ষা গ্রহণ করছে। কলেজটিতে এইচএসসি, অনার্স ও মাস্টার্স পর্যন্ত লেখা পড়ার সুযোগ রয়েছে এবং ১৬টি বিষয়ের উপর অনার্স কোর্স চালু রয়েছে। ২০১৭ সালে এইচ এস সি পরীক্ষায় বোর্ডের পাশের হারের তুলনায় মোটামুটি অবস্থানে থাকলেও জেলা শহরের অন্যান্য কলেজের তুলনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় বিভিন্ন পত্র পত্রিকায় সরকারি হরগঙ্গা কলেজের ফলাফল নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পরপরই শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক পুরস্কার প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক কয়েক ধফায় শিক্ষকদের সাথে কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন।
শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্লাসে উপস্থিত করা, যথাসময়ে ক্লাসে অবস্থান করা, কলেজের ভিতরে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীরা এলোমেলো ঘুরাফেরা করে কি না সেকল বিষয়ে তদারকি, শিক্ষকরা ক্লাসে নিয়মিত আসেন কি না সে বিষয়ে ভিজিলেন্স ট্রিম গঠণ করে তদারকি করা, ক্লাসের সময়ে কোন শিক্ষক প্রাইভেট পড়ান কিনা সে বিষয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহণ, গুচ্ছ পদ্ধতির কার্যক্রম এবং কলেজের অভ্যান্তরীন পরীক্ষাসমূহে শিক্ষার্থীদের ফলাফলের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বিস্তারিত আলোচনা হয়।
এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের এইচ.এস.সি পরীক্ষার খারাপ ফলাফলের রেশ কাটিয়ে এবং ২০১৮ সালে ভাল ফলাফল করার লক্ষ্যে দীর্ঘ কয়েক মাস কলেজে ক্লাস চলার পর গত ৮ নভে¤^র থেকে অত্যান্ত সুন্দর ও সুশৃক্সখল পরিবেশে কলেজে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা শুরু হয়। এ নির্বাচনী পরীক্ষায় শিক্ষার্থীদেরকে যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকা, তাদের সাথে কোন প্রকারের ব্যাগ, ইলেকট্রনিক্স, ডিভাইজসহ পরীক্ষার হলে নেওয়া অবৈধ সকল জিনিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন দ্বাদশ নির্বাচনী পরীক্ষা পরিচালনা কমিটি। দ্বাদশ নির্বাচনী পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কলেজের গেইট সহ বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে কলেজে বিএনসিসি এর চৌকস দল এবং পরীক্ষা চলাকালীন সময়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক ও উপাধ্যক্ষ প্রফেসর নাসিমা আহম্মেদের নেতৃত্বে একটি টিম প্রতিদিন পরীক্ষা চলাকালীন সময়ে হলের বিভিন্ন রুম পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে তদারকি করছেন। দ্বাদশ নির্বাচনী পরীক্ষা পরিচালনার জন্য আহবায়কের দায়িত্ব পালন করছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হুসাইন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব আলম এবং কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ মামুনুর রশীদ ও রসায়নের প্রভাষক মোঃ নাজির আহম্মদ।
কলেজের শিক্ষার মান উন্নয়ন ভাবনা বিষয়ে অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের কলেজে সারা বছরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা লেগেই থাকে। আর এ সময়ে আমাদেরকে বাধ্য হয়েই ক্লাস বদ্ধ রাখতে হয়। তবে ক্লাস চলাকালীন সময়ে আমরা প্রতিটি ক্লাস সঠিকভাবে নেওয়ার চেষ্টা করছি যেন পরীক্ষার ফলাফল ভাল করানো যায়। আর আমরা জাতীয় শিক্ষাক্রম অনুসারে কলেজে ৫০জন শিক্ষার্থী নিয়ে একটি গুচ্ছ পদ্ধতি চালু করেছি। যেখানে শিক্ষার্থী তার লেখাপড়ার যে কোন সমস্যা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে জানাতে পারবে এবং সে অনুসারে ঐ শিক্ষক আলাপ আলোচনা করে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।