মুন্সিগঞ্জ-৩ আসনে জনমত জরিপে বেশ এগিয়ে সাবেক সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এম ইদ্রিস আলী।
মুন্সী গন্জ প্রতিনিধি :একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মুন্সিগঞ্জ-৩ আসনে জনমত জরিপে বেশ এগিয়ে সাবেক সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এম ইদ্রিস আলী।
মুন্সিগঞ্জ-৩ (গজারিয়া-সদর) আসনে বর্তমান সময়ে সাধারণ মানুষের মুখে মুখে আলোচিত একটি নাম এম ইদ্রিস আলী।
সব প্রার্থীদের পিছনে ফেলে জনমত জরিপে একধাপ এগিয়ে (গজারিয়া, সদর) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এম ইদ্রিস আলী।
সরেজমিনে দেখা যায়, তৃণমূলের খেটে খাওয়া মানুষের সুখে-দু:খে, প্রয়োজনে যাকে সবসময় কাছে পান তারা, যার দরজা সবার জন্য খোলা। যেকোনো উৎসব-উপলক্ষে পেলেই তিনি স্বজনদের ফেলে ছুটে যান সেই মাটি ও মানুষের টানে, পরম মমতা-ভালোবাসায় বুকে জড়িয়ে নেন, ঘামে ভেজা কৃষক, শ্রমিক, মজুরদের।
তারাও যেন নিজের সন্তানের মতোই, একান্ত আপনজন ভাবেন এম ইদ্রিস আলীকে।সাধারণ মানুষের প্রতি অনুভব করা অপরিসীম টান থেকেই শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার শপথ নিয়ে তার নিরন্তর ছুটে চলা।
মুজিবের আর্দশকে বুকে ধারন করে গরীব-দু:খীর আর্শিবাদ মাথায় নিয়ে হাজারো বিপদকে পেছনে ফেলে সামনে ছুটে চলার নাম এম ইদ্রিস আলী।
পরিবর্তনের রাজনীতির আলোর পথযাত্রী হিসেবে দলমত নির্বিশেষে তাই এম ইদ্রিস আলীকে নিয়েই স্বপ্ন দেখছেন গজারিয়া-সদর সাধারণ মানুষ।
তাকেই জনপ্রতিনিধি হিসেবে সংসদে পেতে চায় তারা। সাম্প্রতিক জরিপগুলোতে নৌকা প্রতীকে মনোনয়ন দৌড়ে জনপ্রিয়তায় বেশ এগিয়ে থাকা যেন সে প্রত্যাশারই প্রতিফলন। তাঁর সব অর্জন যেন এলাকারই অর্জন