খালেদা জিয়ার বক্তব্য অপ্রত্যাশিত: তোফায়েল
বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবে না বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন— তা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশে আর কোনো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও নির্বাচন থেমে থাকবে না।
বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে আসছে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার আশংকা উড়িয়ে দিয়ে তিনি আরো বলেন, সহিংসতা করে বিএনপির যে কোনও লাভ নেই, সে অভিজ্ঞতাও গেল নির্বাচনে হয়েছে। আর খালেদা জিয়া নিজেই তার সিদ্ধান্তে অটল থাকতে পারবেন না।
এ সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্যের জবাবে তোফায়েল আহমেদ ১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে নির্বাচনের উদারন টানেন।
তবে এসব বক্তব্যের বাইরে গিয়ে আওয়ামী লীগ চায়, বিএনপি এবার নির্বাচনে অংশ নেবে।