পুঠিয়ার শিলমাড়িয়া ও ভাল্লুকগাছী ইউপিতে ভোট ২৮ ডিসেম্বর
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ও ভাল্লুকগাছী ইউনিয়ন পরিষদে দীর্ঘ ২১ বছর পর আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে রহস্যজনক কারণে বাদ পড়েছে বানেশ্বর ইউনিয়ন পরিষদের নাম। রোববার নির্বাচন কমিশন আইনী জটিলতায় বাদ পড়া ইউপিগুলোর তফসিল ঘোষণা করে।
এদিকে, নির্বাচন নিয়ে শিলমাড়িয়া ও ভাল্লুকগাছি ইউপিতে উৎসবের আমেজ দেখা গেলেও বানেশ্বর ইউপি এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রবিবার উপজেলার শিলমাড়িয়া ও ভাল্লুকগাছি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শিলমাড়িয়া ইউপিতে মোট ভোটার ২৭ হাজার ৬৬৯ জন। আর ভাল্লুকগাছি ইউপিতে মোট ভোটার ২৫ হাজার ৩৩৭ জন। তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ২৭ নভেম্বর। যাচাই বাছাই ২৯ নভেম্বর ও মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ তারিখ আগামী ৬ ডিসেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর।
এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, এ বিষয়ে আজ-কালের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং মনোনয়নপত্র বিক্রি করা হবে।
তফসিলে বানেশ্বর ইউপির নাম না থাকার বিষয়ে তিনি বলেন, বানেশ্বরে আইনী জটিলতার কারণে তফসিল ঘোষনায় নাম আসেনি।
উল্লেখ্য, গত ১৯৯৬ সালে সর্বশেষ এক সাথে পুঠিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর আইনি জটিলতার কারণে আর কখনো ছয় ইউপিতে একসাথে নির্বাচন হয়নি