যেকোন সময় ফিরে আসতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ সিজার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসান সিজার যেকোন সময় ফিরে আসতে পারেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এসময় তিনি আরও জানান: গুলশানে রিক্রুটিং এজেন্সি অফিসে হত্যাসহ রাজধানীতে সাম্প্রতিক হত্যার ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইঙ্গিত করে না।
গত ৭ নভেম্বর থেকে ‘নিখোঁজ’ রয়েছেন মোবাশ্বার হাসান সিজার। ওইদিন সকাল ৭টায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। সেদিন সন্ধ্যা পৌনে সাতটা থেকে তার মুঠোফোনটি বন্ধ রয়েছে।
সিজার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।