রাষ্ট্রপতির এখতিয়ার প্রধান বিচারপতি নিয়োগ : আইনমন্ত্রী
প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি রাষ্ট্রপতির এখতিয়ার— এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের বলার কিছু নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার রাজধানীর বারিধারায় ‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে মাদক প্রতিরোধমূলক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি নিয়োগ কত দিনের মধ্যে করা হবে— সে ব্যাপারে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এটি রাষ্ট্রপতির এখতিয়ার।
তিনি আরো বলেন, সংবিধানে প্রধান বিচারপতি অনুপস্থিতিতে বা পদত্যাগ করলে কী হবে বা কে দায়িত্ব পালন করবেন— তা বলা আছে। এখন রাষ্ট্রপতি সময় অনুযায়ী নিয়োগ দেবেন। তবে কতো দিনের মধ্যে নিয়োগ দিতে হবে— এর কোনো বাধ্যবাধকতা নেই।
উল্লেখ্য, এক মাসের ছুটি নিয়ে গত মাসের ১৩ তারিখ বিদেশ যান বিচারপতি এসকে সিনহা। ছুটি শেষে ৯ নভেম্বর কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি জমা দেন এস কে সিনহা। পরদিন এটি বঙ্গভবনে গিয়ে পৌঁছায়।