জামালপুরে নবান্ন উৎসব পালিত (ভিডিও সহ )
জামালপুর প্রতিনিধি :ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত” সোনালী ধানে নবান্ন ঘ্রান ভরে যায় মন, কৃষকের মন-প্রাণ ধনে-ধন্যে পরিপূর্ণ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে উদযাপিত হচ্ছে নবান্ন উৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে নবান্ন উৎসবকে ঘিরে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বিজয় মঞ্চে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাসেল সাবরিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানাসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ নেতারা বক্তব্য রাখেন। নবান্ন উৎসব উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গনে ধান মাড়াই ও বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে নতুন ধানের তৈরী নানা প্রকারের পিঠার স্টলের আয়োজন করে। নবান্ন উৎসব বরনকারীদের স্টল গুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
https://youtu.be/ao0w2Kk2lOI