মামলা দেয়া হয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে: খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন ও পরিচালনায় কোনো অনিয়ম হয়নি—জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এসব মামলা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে এসব কথা বলেন তিনি।
যেভাবে প্রধান বিচারপতিকে অপসারণ করা হয়েছে সেখানে অন্যান্য বিচারকদের কাছে ন্যায় বিচার পাওয়া যাবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন।
এর আগে চার বার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বক্তব্য দেন খালেদা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর।
রাজনীতিতে চ্যালেঞ্জ মনে করে বলেই প্রতিহিংসাবশত তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে—এ কথা জানিয়ে খালেদা জিয়া বলেন- তার বিরুদ্ধে করা ৩৬টি মামলার সবই রাজনৈতিক প্রতিহিংসা ফসল।
এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া আদালতে পৌঁছেন।
পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে। মামলা দুটির মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য রাখছেন। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাক্ষীদের জেরার জন্য দিন ঠিক রয়েছে।
গত ১৫ জুলাই খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর ১২ অক্টোবর আদালত খালেদার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।