১৩৫টি দেশ রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভোট দিল
জাতিসংঘের এজেন্ডা নির্ধারণী কমিটির ভোটাভুটিতে রোহিঙ্গা ইস্যুটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এজেন্ডা হিসেবে গৃহীত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির সামাজিক, মানবিক ও মানবাধিকার এজেন্ডা বিষয়ক থার্ড কমিটির বৈঠকে ওই ভোটাভুটির আয়োজন করা হয়। এতে ১৭১টি দেশ অংশ নেয়। এরমধ্যে ১শ' ৩৫টি দেশ বাংলাদেশের পক্ষে ভোট দেয়। আর মিয়ানমারের পক্ষে ভোট পড়ে মাত্র ১০টি। এছাড়া, ভোটদানে বিরত থাকে ২৬টি দেশ।
মিয়ানমারের ১৯৮২ সালের নাগরিকত্ব আইন পুনর্বিবেচনা করে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই এজেন্ডায়। সেই সঙ্গে যারা রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে তাদের বিচার করার জন্যে দেশটির সরকারকে বলা হয়েছে।