জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধা জনাব আলী বাঁচতে চায়।
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধিঃ নিরেন দাস।
জয়পুরহাট জেলার বীর মুক্তিযোদ্ধা জনাব আলীকে বাঁচাতে এগিয়ে আসুন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জয়পুরহাট জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার জনাব আলী বাঁচতে চায়। তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সার (ঐঈঈ) রোগে ভুগছেন।
ঢাকার চিকিৎসক প্রফেসর ডাঃ কামরুজ্জামান চৌধুরীর পরামর্শে তিনি ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে উন্নত চিকিৎসা নিতে যান। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মহেশ গোয়েলের দীর্ঘ মেয়াদী ৮ পর্যায়ের ওরাল কেমোথেরাপী চিকিৎসাতেও তার অবস্থার কোন উন্নতি ঘটেনি।
বরঞ্চ এ চিকিৎসায় তার পাশ্বপ্রতিক্রিয়া দেখা দেয়াই বর্তমানে এখন তিনি ঢাকার মিরপুরের ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মঞ্জুরুল কাদেরের কাছে চিকিৎসা নিলেও তিনি তাকে ভারতের দিল্লীর শ্রী গঙ্গারাম হাসপাতাল অথবা, সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টার হাসপাতালে জরুরী ভিত্তিতে চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
এমনকি এসব চিকিৎসার সকল পরীক্ষা-নিরীক্ষা ও পরমর্শ গ্রহণে ইতো মধ্যেই তার ৪০ লাখ টাকা ব্যয় হয়ে গেছে।
বর্তমানে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন তাকে বাঁচাতে দূত
ভারতের দিল্লীতে নয়তো সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠাতে হবে যাতে তার আরও ৪০ লাখ টাকার প্রয়োজন।
ভারতের দিল্লীতে নয়তো সিঙ্গাপুরে চিকিৎসার জন্য পাঠাতে হবে যাতে তার আরও ৪০ লাখ টাকার প্রয়োজন।
এত টাকার সংগ্রহ করার সামর্থ্য এখন আর তার নেই।
এমনকি তিনি তার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষনও করছেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের চেতনার সকল সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন।
এই সোনালী ব্যাংক, জয়পুরহাট শাখায় তার সঞ্চয়ী হিসাব নম্বর- (৩৪০২৯৬০৯) তাহার চিকিৎসার জন্য অর্থ সাহায্য চেয়েছেন।