রোহিঙ্গা সংকট: চীন-জাপান-ইইউসহ পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকা আসছেন
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে চীন, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার ঢাকা আসছেন।
তবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ছাড়া সবাই কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন বলে জানা গেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এ সফর রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সমর্থন আরো বাড়াতে সহযোগিতা করবে।
সফর শেষে নেপিদোতে আসেম সম্মেলনে যোগ দিতে একসঙ্গে মিয়ানমার যাবেন বাংলাদেশ ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।
বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা চীন, জাপান, সুইডেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান শনিবার ঢাকা এসে পৌঁছবেন।
তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে।
তারা রোহিঙ্গা সংকট নিরসন এবং তাদেরকে নিরাপদে প্রত্যাবাসনের উপায় খুঁজে বের করার ব্যাপারে আলোচনা করবেন।
পরে রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাদে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্ট্রম, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল ও ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।
রাখাইনে গত ২৫ আগস্ট সেনাবাহিনীর নিধনযজ্ঞ শুরু পর থেকে প্রায় সোয়া ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা সংকট শুরুর পর এই প্রথম ইইউসহ চার রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা একসঙ্গে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আশা প্রকাশ করেছে, পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চ পর্যায়ের বিদেশি প্রতিনিধিদের এই সফর রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সমর্থন আরো বাড়াতে সহযোগিতা করবে।
এদিকে, ঢাকা পৌঁছানোর পর শনিবারই কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন দুই মার্কিন সিনেটর জেফ মার্কলে ও রিচার্ড ডাবিনের নেতৃত্বাধীন ৭ সদস্যের মার্কিন প্রতিনিধি দল।