হিন্দু বাড়িতে হামলা ভারতের-সঙ্গে-সুসম্পর্ক-নষ্ট-করতেই- কাদের
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ও ভারতের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করতেই একটি রাজনৈতিক শক্তি রংপুরে হামলার ঘটনা ঘটিয়েছে—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
ঠাকুরপাড়ায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে ল কাদের বলেন, 'ফখরুল সাহেব আজ এখানে আসার কথা ছিল, কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে তিনি এলেন না— তিনি এলে ভালো হতো। দু'জনে আমরা একসঙ্গে থাকতাম একসঙ্গে ঘুরতাম।'
হিন্দুদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা-ভাংচুর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে সরকারের সম্পর্কের অবনতি ঘটানোর জন্য একটি মহল পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। নাসিরনগর ও রামুর ঘটনার ধারাবাহিকতায় রংপুরে হামলা হয়েছে।
হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে আইনের কাঠগড়ায় আনা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যারা গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তাদের আশা পূরণ হবে না।
প্রধানমন্ত্রীর নির্দেশে জড়িত সকলকেই বিচারের আওতায় আনা হবে—এ কথা উল্লেখ করে কাদের বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
এ সময় ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন তিনি।
এছাড়া প্রয়োজনে পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।
গত ১০ নভেম্বর রংপুরের পাগলাপীরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও একজন নিহতের ঘটনা ঘটে।