৩ দফা পরিকল্পনা উত্থাপন চীনের রোহিঙ্গা সংকট সমাধানে
সহাংসতা বন্ধসহ মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে তিন দফা পরিকল্পনা উত্থাপন করেছে চীন। মিয়ানমারের রাজধানী নেপিদোতে এশিয়া ইউরোপ ফরেন মিনিস্টারস মিটিং সম্মেলনে শুরু আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংইএ প্রস্তাব দেন।
তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমেই রোহিঙ্গার মতো একটি জটিল ইস্যুর সমাধান সম্ভব।
গত আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর নিধনযজ্ঞ শুরুর পর প্রায় ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে দ্রুত সংকট সমাধানে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্ব সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে আসছে। আর এ সংকট নিরসনে তিন দফা প্রস্তাব দিয়েছে চীন।
মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়া-ইউরোপ ফরেন মিনিস্টারস মিটিং-আসেম সম্মেলন শুরুর আগে রোববার দেশটির স্টেট কাউন্সিলর অং সান সূ চির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পরিকল্পনাগুলো উপস্থাপন করেন।
রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হিসেবে অস্ত্র বিরতি এবং শান্তি স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার উপর জোড় দিয়ে ওয়াংই বলেন, রাখাইনবাসীর শান্তিতে বসবাসের জন্য রাজ্যটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
সংলাপের মধ্য দিয়েই বাংলাদেশ-মিয়ানমার রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে পারবে বলে বিশ্বাস চীনের। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বলেন, প্রতিবেশি দুই দেশ কার্যকর যোগাযোগ বজায় রাখলেই সংকটের বাস্তবায়নযোগ্য সমাধান খুঁজে পাওয়া সম্ভব।
চূড়ান্ত পর্যায়ে রাখাইনে দারিদ্র বিমোচনে একটি দীর্ঘমেয়াদী সমাধানভিত্তিক কাজ করার কথা জানান ওয়াং ই। সেইসঙ্গে রাজ্যটির উন্নয়নে মিয়ানমারের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে চীন।
এদিকে, চীনের এসব প্রস্তাব বিবেচনা করবে বলে জানিয়েছেন অং সান সু চি।