বেনাপোল সীমান্তে অবৈধ পথে অনুপ্রবেশের দায়ে ৩৭ নারী পুরুষ আটক"
শহিদুল ইসলাম বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে অবৈধ ভাবে ভারত থেকে ফেরার সময় ৩৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার সকালে পৃথক ৩টি অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তবর্তী দৌলতপুর ও সাদিপুর মাঠ এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি। আটকদের মধ্যে ১৯ জন পুরুষ, ১১ জন নারী ও ৭টি শিশু।
তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায়। বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত পথে অবৈধভাবে একদল নারী-পুরুষ ভারত থেকে ফিরছে। এ সময় বিজিবি অভিযান চালিয়ে বেনাপোলের সাদিপুর ও দৌলতপুর সীমান্ত থেকে ৩৭ বাংলাদেশিকে আটক করে। বিজিবির অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দালাল চক্র।
আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে পুলিশে সৌপদ্য করা হয়েছে বলে তিনি জানান।