শ্রীপুরে প্রাথমিকে সাজেশন বিক্রি অবৈধ ঘোষনা করে হাইকোর্টের রুল জারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর সমাপনী শিক্ষার্থীদের মধ্যে বাধ্যতামুলক বিক্রি করা “সাজেশন ২০১৭” বই বিক্রিকে অবৈধ ঘোষনা করে কেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে দিয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বিভিন্ন সংবাদ মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক অবৈধ সাজেশন বই বিক্রির সংবাদ প্রকাশিত হলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ছাত্রের অভিভাবক বরনল গ্রামের ওমর আলী ছেলে আব্দুল হাদী মোড়ল বাদী হয়ে মহামান্য হাইকোর্টে পিটিশন নং ১৬৩৪১/২০১৭ দায়ের করেন। এরই প্রেক্ষিত্রে গত ১৯ সেপ্টেম্বর মাননীয় বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্ল্যাহ্ দ্বৈত বেঞ্চ এআদেশ দেন।
রিটকারী আইনজীবি ব্যারিষ্টার রেদওয়ান আহমেদ জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক, গাজীপুর জেলা প্রসাশক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি সাজেশন বই বিক্রি, প্রকাশ, মজুদ অবৈধ ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার ১৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে চলতি পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষার ছাত্র-ছাত্রীদের নিকট ১’শ টাকা করে নিয়ে এ অবৈধ সাজেশন তুলে দিয়েছিল উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান।