রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপরই নির্ভর প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি
প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী বলেন, এটি নিয়ে বিতর্কের কিছু নেই কারণ খুব বেশিদিন এই পদটি তিনি- রাষ্ট্রপতি খালি রাখবেন না।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান অস্থায়ী প্রধান বিচারপতি কিভাবে কাজ করবেন সেটি স্পষ্ট করেই সংবিধানে বলা আছে। তবে এই পদটি বেশিদিন রাষ্ট্রপতি খালি রাখবেন না।
নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়া সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে আসা মাত্রই সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবেও বলেও জানান আইনমন্ত্রী।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের প্রশিক্ষণ কোর্সের একটি অধিবেশনের আয়োজন করা হয়।