আক্কেলপুর গোপীনাথপুরে অলৌকিক কুপের সন্ধান কৌতূহল জনগণের মনে
জয়পুরহাট আক্কেলপুর প্রতিনিধিঃ নিরেন দাস
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউপিতে একটি কুপের অস্হিত নিয়ে সাধারণ জনগণের মাঝে বিরাজ করছে কৌতুহল।
যে কৌতূহলে উঠে আসছে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন আবার কেইবা প্রিয় পাঠক ঘটনাটি লিখার আগে সেয়দ ওয়ালিউল্লাহ বিখ্যাত সেই উপন্যাস "লালসালু"নিয়ে কথা মনে পরছে নিশ্চয়।
ঘটনাটির স্থান আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউপির নয়াপাড়া গ্রামে, যে কূপটি দেখতে ভীর করছেন পার্শ্ববর্তী গ্রাম গুলির লোকজন কূপটি এক নজর দেখতে ছুটে আসছে শতশত জনগণ।
Channel4 TV ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি পুরোনো মাটির পাতিলের আকৃত একটি কূপ এবং সেখানে চার পাঁচটি আগরবাতী পড়ে আছে যা দেখে স্থানীয় রোকেয়া বেগম কে উক্ত বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন আজ সকালে জমির মালিক আলু লাগাতে জমিতে আসলে তিনি এই কূপটি দেখতে পান এবং আরো দেখতে পান সেখানে চারটি আগরবাতি।
এতে ধারনা করেন কেউ হয়তো স্বপ্নে দেখছে এখানে টাকার ডাবড়(হাড়ি) ছিল তারা তা উঠায়ে নিয়ে গেছে। এ জন্য এ কথা এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখার জন্য দলে দলে মানুষ ছুটে আসছে।