শৈলকুপায় সুন্নতে খাৎনা অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা আহত- ৩
মনিরুজ্জামান মনির,শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সুন্নতে খাৎনা অনুষ্ঠান বাড়ীতে সন্ত্রাসীদের হামলায় ৪জন আহত হয়েছে।
এসময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১০টার দিকে উপজেলার ত্রিবেনী গ্রামের লাল্টু শেখের বাড়ীতে।
শৈলকুপা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
লাল্টু শেখ জানায়, তার বাড়ীতে ছোট ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠান চলছিল। এসময় ত্রিবেনী গ্রামরে রাজু, জিন্নাহ, রাসেল, কামু মল্লিক, মিঠুন, আনার, নাইমুর ও খোকন দেশীয় তৈরি রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহাড় রড নিয়ে অতর্কিত হামলা চালায়।
এসময় হামলাকারীরা তার জামাই রনি ও ভাতিজা আরিফ কে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বর্তমানে তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশংক্ষাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে।
তিনি আরো জানান,হামলাকারীরা তার মেয়ে সুমি ও ভাইয়ের মেয়ে লাবনীর স্বর্ণের গহনা ও বাড়ীতে থাকা নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এলাকাবাসী জানায়, এই সন্ত্রাসী বাহীনি ইতিপূর্বে ত্রিবেনী রিশিপাড়া এলাকায় সংখ্যালঘু অনেক পরিবারের উপর নিরব চাঁদাবাজীসহ অনেক নির্যাতন চালিয়েছে এদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানায়, এঘটনায় লাল্টু শেখ বাদী হয়ে ৮জন কে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।