বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অন্তর্ভূক্ত হয়ে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় শ্যামনগরে আনন্দ ও শোভাযাত্রা
গোলাম মোস্তফা লাভলু শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন ইউনিস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অন্তর্ভূক্ত হয়ে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সারা দেশের ন্যায় শ্যামনগরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাঙালি জাতির এ অসামান্য অর্জনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে স্বরচিত একটি কবিতা আবৃতি করার মাধ্যমে আনন্দ শোভাযাত্রা সহ সকল অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এরপর সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণ হাজার হাজার লোকসমাগমে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ.কে ফজলুল হক, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম. আতাউল হক দোলন, উপজেলা চেয়ারম্যান (ভারঃ) মহসিন উল মুলক, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মণ্ডল , আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝরণা, সাবেক ছাত্রলীগ নেত্রী মাসুদা খানম মেধা, বিভিন্ন ইউনিয়ন পারিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২৫ শে নভেম্বর অনুষ্ঠানকে সফল করে তুলতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফল করে তোলেন।
দিনটিতে শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শণী ও ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার, সকল স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল পর্যায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও নানা কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে যা স্মরনীয় করে রাখবে শ্যামনগর বাসী।
ছবিঃ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে অন্তর্ভূক্ত হয়ে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় শ্যামনগরে আনন্দ ও শোভাযাত্রা