নড়াইলে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং খড়ড়িয়া বাহিনীর প্রশিক্ষক ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্যা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নড়াইল পৌর গোরস্থানে দাফন করা হয়। জেলা পুলিশ ও বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ^াস, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ^াস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এস এম গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আলমগীর সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহিদুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে শনিবার শহরের ভওয়াখালী গ্রামের নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ১পুত্র ও ১ কন্যা সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।#