রোহিঙ্গারা নিরাপদে বসবাস করতে পারবেন, আশা রাষ্ট্রপতির
মিয়ানমারের রাখাইন রাজ্যে বৈধ নাগরিক হিসেবে রোহিঙ্গারা নিরাপদে বসবাস করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রোববার বিকেলে কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
মিয়ানমার রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করবে—এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক মহলের তৎপরতার কারণেই দেশটি তা করবে।
মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, মানবিক কারণেই তাদের ফেরত পাঠানো হবে।
পরে সেখানে রোহিঙ্গা নিবন্ধন কার্যক্রম ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।