গোদাগাড়ীতে আ’লীগের দু’গ্রুপের ক্রিকেট আয়োজনস্থলে ১৪৪ ধারা জারি প্রশাসনের
রাজশাহীর গোদাগাড়ীতে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপের উদ্যোগে পৃথক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন নিয়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ দেওয়ানের নির্দেশে শনিবার রাত ১০ টার পরে মাদারপুর চর এলাকায় ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়। রবিবার ওই চরের মাঠে
স্থানীয় মেয়র মনিরুল ইসলাম বাবু গ্রুপ এবং এমপি ওমর ফারুক চৌধুরীর গ্রুপের উদ্যোগে পৃথক ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছিল । এ নিয়ে গোদাগাড়ীতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র মতে, গোদাগাড়ী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম বাবুর উদ্যোগে উপজেলা সদরের মাদারপুর চর মাঠে মেয়র কাপ ক্রিকেটের আয়োজন করা হয়। রবিবার থেকে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল। এরই মধ্যে শুক্রবার বিকেলে হঠাৎ করে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্থানীয় এমপি ওমর ফারুক চৌধুরীর গ্রুপ স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে একই স্থানে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর গোদাগাড়ী আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্র মতে, দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শনিবার রাতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।
জানতে চাইলে গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু বলেন, ‘আমি আগে ওই স্থানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। কিন্তু এর জন্য সব প্রস্তুতি আমাদের প্রায় সম্পন্ন।
কিন্তু এরই মধ্যে ক্রিকেট টুর্নামেন্টটি বানচাল করতে এমপির উদ্যোগে সেখানে আরেকটি টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়। এটি তিনি ঠিক করেননি। ’
জানা গেছে, গোদাগাড়ী ও তানোর থেকে এমপি ওমর ফারুক চৌধুরীকে এবার মনোনয়ন না দিতে আওয়ামী লীগের সাতজন নেতা তাঁর বিরুদ্ধে মাঠে প্রচারণায় নেমেছেন। তাঁরা নিজেদের প্রার্থী ঘোষণা করে ফারুক চৌধুরীকে ভুঁইফোড় উল্লেখ করে তাঁকে মনোনয়ন না দিয়ে সাত প্রার্থীর মধ্যে যে কাউকে প্রার্থী করতে দলের সভাপতির প্রতি আহ্বান জানিয়েছেন। গত ১৮ নভেম্বর একটি সমাবেশ করে এ ঘোষণা দেন ওই সাত প্রার্থী। যাঁদের মধ্যে মনিরুল ইসলাম বাবুও রয়েছেন। এ কারণেই মনিরুল ইসলাম বাবুর উদ্যোগে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টটি বানচাল করতে এমপি ওমর ফারুক চৌধুরী নিজের উদ্যোগে একই স্থানে টুর্নামেন্টের আয়োজন করেন বলেও স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।