সমুদ্র অর্থনীতির ধারণাকে কাজে লাগানো সম্ভব: রাষ্ট্রপতি
ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর নৌবাহিনীর মধ্যে আঞ্চলিক সম্প্রীতি ও সহযোগিতা অব্যাহত থাকলে ব্লু -ইকোনমি বা সমুদ্র অর্থনীতির ধারণাকে সঠিকভাবে কাজে লাগানো সম্ভব হবে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
সোমবার প্রথমবারের মতো বাংলাদেশের জলসীমায় আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ অঞ্চলের সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা ও সমুদ্র বাণিজ্যের ক্ষেত্র আরো সুদৃঢ় করার বিষয়েও জোর দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে ব্লু-ইকোনমির গুরুত্ব তুলে ধরেন তিনি।
সমুদ্র পথে নিরাপত্তা নিশ্চিত ও সুনামি-সাইক্লোনের মতো দুর্যোগ মোকাবেলায় একযোগে কাজ করার আহ্বান জানিয়ে আব্দুল হামিদ বলেন, একটি রাষ্ট্রের একার পক্ষে এবিষয়গুলো নিশ্চিত করা সম্ভব নয়।
বিভিন্ন সম্ভাবনার কথা বিবেচনা করে সমুদ্রখাতের উন্নয়নে বাংলাদেশ উদ্যোগ নিয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করেন আবদুল হামিদ।
এছাড়াও বক্তব্য রাখেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নিজামউদ্দিন আহমেদ ও ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা।
পরে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে মহড়া দেখেন এবং বিচ কার্নিভালের উদ্বোধন করেন।
এবারে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের ২৩ সদস্য ও ৯টি পর্যবেক্ষক দেশের নৌ-বাহিনী প্রধান ও মেরিটাইম বিশেষজ্ঞরা অংশ নেন এতে।
উল্লেখ্য, আইওএনএস এর ১ম সম্মেলন ২০০৮ সালে ভারতে, ২য় সম্মেলন ২০১০ সালে সংযুক্ত আরব আমিরাতে, ৩য় সম্মেলন ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায়, ৪র্থ সম্মেলন ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় এবং ৫ম সম্মেলন ঢাকা, বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
২০১৬-১৮ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী আইওএনএসের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বর্তমানে সংস্থাটির এই দায়িত্ব পালন করছেন। আগামী জানুয়ারিতে বাংলাদেশের পক্ষে তার এ দায়িত্বের মেয়াদ শেষ হবে।