কাতারে আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
এনামুল হোসেন)দোহা,কাতার :কেক কাটা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখা। একইদিন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো ‘ওয়াল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ ঘোষণা করায় আনন্দ প্রকাশ করে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও করে সংগঠনটি।
রাজধানী দোহায় নাজমা এলাকায় একটি স্থানীয় রেস্তোরাঁর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি সঞ্চালনা করেন কাতার যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম মায়া। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাাহ আল মঞ্জুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি এস এম ফরিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ সম্পাদক এম সাইফুল আলম, কাতার আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, নৌকা নতুন প্রজন্ম কাতার শাখার সভাপতি কাজী আশরাফ হোসেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শেখ জয়নাল, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবের আহমদ, মোহাম্মদ হাসান শিকদারসহ কাতারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। বক্তারা বলেন, আগামী ২০১৯ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা কাতার যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের হাতকে শক্তিশালীর করার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।