যুব সংসদের ৫ম অধিবেশনে মন্ত্রী হচ্ছেন ঝালকাঠির "গিয়াস"
মোঃমোছাদ্দেক বিল্লাহ,ঝালকাঠিঃ
ধ্রুবতারা ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে যুব সংসদ এর ৫ম অধিবেশন বসছে ২৩ শে ফেবরুয়ারী
দেশের যুব সমাজের মধ্যে গণতান্ত্রিক মনোভাবের বিকাশ ও জনগুরুত্বপূর্ণ বিষয়সমূহে সরকারের দৃষ্টি আকর্ষণ করার কৌশল হিসেবে ধ্রুবতারা ইয়ূথ ফাউন্ডেশন যুব সংসদ আয়োজন করে থাকে। ৫ম অধিবেশনটিতে দেশের ৩০০ নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে ৩০০ জন যুবক (২৫ বছরের কম বয়সী) অংশগ্রহণ করবে। সংসদীয় আসন ঝালকাঠি থেকে যুব সংসদের ৫ম অধিবেশনে মন্ত্রী হচ্ছেন।
ধ্রুবতারার কেন্দ্রীয় কমিটির শাখা ও জাতীয় সম্পর্ক বিষয়ক সম্পাদক,কে এম টিভি বাংলা অনলাইনের ব্যাবস্থাপনা সম্পাদক, পথের অালো সামাজিক সংগঠনের সাবেক সভাপতি, ঝালকাঠি জেলা পলিটেকনিক ছাএকল্যান ফোরাম সভাপতি,সাবেক চীফ হুইফ যুব সংসদ(২০১৬ বরিশালে অনুস্ঠিত)। সাবেক বানিজ্যমন্ত্রী যুব সংসদ (২০১৭ সিলেটে অনুস্ঠিত হয়) ধ্রুবতারার সাবেক ঝালকাঠি জেলা সভাপতি ও সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ঝালকাঠি তরুন সাংবাদিক নেতা,এইচ এম গিয়াস উদ্দিন। তিনি শ্রম, ধৈর্য, মানুষের প্রতি ভালোবাসা আর দূরদর্শী প্রজ্ঞায় তিনি বিপদসঙ্কুল এ পথকে করেছেন জয়। উন্নয়নের চিহ্নিত কিছু ক্ষেত্রে ছোটখাটো দুয়েকটি হতাশাবোধ সত্ত্বেও গিয়াস নেতৃত্বে ধ্রুবতারা সামাজিক ও সংস্কৃতিক সংগঠন উপজেলা ইতিহাসের উজ্জ্বল সময় অতিক্রম করবে বলে আশা করি। তার নেতৃত্বের অভিযাত্রা আরো উজ্জ্বলতর সময়ের অভিমুখে ধাবমান হবে।