ঝিনাইদহ মৎস্য বাজারকে শতভাগ ফরমালিনমুক্ত ঘোষণা
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা মৎস্য বাজারকে শতভাগ ফরমালিন মুক্ত বাজার ঘোষনা করা হয়েছে। ৩০.১১.২০১৭ ইং বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এ ঘোষণা দেন। এ উপলক্ষে মৎস্য বাজার সমিতির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তা তিমির বরণ মন্ডল, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী রোবাইদা সুলতানা, মৎস্য বাজার সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বাজার ঘুরে বিভিন্ন দোকান পরীক্ষা করে বাজারটিকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়। এসময় মৎস্যব্যবসায়ীরা আগামীতে ফরমালিনমুক্ত মাছ বিক্রি করবেন না বলে অঙ্গিকার করেন।