খালেদার বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানায় রোববার বিএনপির বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আগামী রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুর্নীতির দুই মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে হাজির না হওয়ায় জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন।
পরবর্তী ধাপে যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। সরকারের নির্দেশেই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পুরান ঢাকার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার আত্মপক্ষ সমর্থনে হাজিরা দেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুদকের দায়ের করা এই মামলায় সপ্তম দিনের মতো বক্তব্য দেয়ার কথা থাকলেও হরতালে নিরাপত্তার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে সময় চেয়ে আবেদন পাঠান তিনি।
বিএনপি চেয়ারপারসন আদালতে হাজির না হওয়ায় বিচারক আখতারুজ্জামান তার জামিন আবেদন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
হরতালের অজুহাত দেখিয়ে ইচ্ছে করেই বিএনপি চেয়ারপারসন আদালতে আসেননি বলে অভিযোগ করেন দুদকের আইনজীবী মোশাররফের হোসেন কাজল।
তবে, রাজনৈতিক উদ্দেশ্যে সরকারের নির্দেশেই আদালত এই রকম নজিরবিহীন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে পাল্টা অভিযোগ করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপে যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।
এদিকে, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই দলের চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ বিএনপির।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী এ অভিযোগ করেন।
পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে জাতীয়তাবাদী মহিলা দল।