৩৯ টাকা দরে চাল সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী
চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৩ লাখ মেট্রিক টন আমন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার— আর ৩৯ টাকা দরে ওই চাল সংগ্রহ করা হবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভার এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান—চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
মন্ত্রী বলেন, তিন লাখ মেট্রিক টন আমন চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতি কেজি আমন চাল ৩৯ টাকা দরে সংগ্রহ করা হবে এবার প্রতি কেজি আমন চাল উৎপাদনে খরচ হয়েছে ৩৭ টাকা।
উল্লেখ্য, গত বছর ৩৩ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করে সরকার। ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান ১৫ মার্চ ২০১৭ পর্যন্ত চলে। ওইবছর প্রতি কেজি চাল উৎপাদনে খরচ হয়েছিল ২৯ টাকা।