১২ কেজি গাঁজা সহ গাংনীর পল্লী থেকে মাদক ব্যাবসায়ী গ্রেফতার
এম এ লিংকন,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি রংমহল এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। গ্রেফতারকৃত ইসমাইল মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজর আলীর ছেলে। বুধবার (২৯ নভেম্বার) দিবাগত রাতে গাংনীর রংমহল এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইসমাইলকে গ্রেফতার করা হয়। রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস-এর নেতৃত্বে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বিজিবির সদস্যরা। গাংনীর রংমহল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, রংমহল এলাকার ১৩৭ নং পিলার এলাকায় মাদক পাঁচার হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও ইসমাইল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বস্তা ভর্তি ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃতকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।