জয়পুরহাট পাঁচবিবি সীমান্তে নারী রোহিঙ্গাকে উদ্ধার করলো বিজিবি
জয়পুরহাট প্রতিনিধিঃ নিরেন দাস। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলাধীন রামভদ্রপুর সীমান্ত থেকে এক নারী রোহিঙ্গাকে উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার সকালে অচাঞ্চল্য সন্দেহজনক অপরিচিত এক নারীর ঘোরাফেরা এলাকাবাসীর চোখে পড়লে এলাকাবাসীর মনে সন্দেহজনক মনে হলে উক্ত নারীকে ডেকে তার সাথে কথা বললে সেই নারী অদ্ভুত ভাষায় কথা বলতে থাকে যে ভাষা এলাকাবাসী কিছুই বুঝতে পারেনা। সেই অদ্ভুত ভাষায় কথা বলায় এলাকাবাসীর আরো সন্দেহ বেড়ে গেলে স্থানীয় বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি সদস্যরা এই নারীর সাথে কথা বললে তার ভাষায় বিজিবি সদস্যরা বুঝতে পারে সে রোহিঙ্গা ভাষায় কথা বলছে। তখন সেই নারীকে স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে চট্টগ্রাম বিজিবি কয়া ক্যাম্পে বিষয়টি জানালে। উদ্ধার হওয়া রোহিঙ্গা নারীর বিষয়ে জানা যায় যে এই নারী রাখাইন রাজ্যের মৃতঃ হোসেন আহম্মদের স্ত্রী আয়শা খাতুন। চট্টগ্রামে বাড়ি কয়া ক্যাম্পে বিজিবি তে কর্মরত নাসির উদ্দিনের মাধ্যমে আরও জানা যায়।এই নারী মিয়ানমার থেকে পালিয়ে এসে তিনি বাংলাদেশের কুতুবপালের আশ্রয় শিবিরে থাকতেন। একটি দালালচক্র মহল এই অভাবী নারীকে কাজ দেয়ার কথা বলে ৫ হাজার টাকার বিনিময়ে তাকে সহ আরো চারজন রোহিঙ্গা কে নিয়ে দালালচক্ররা আশ্রয় শিবির থেকে পালিয়ে আসে এবং একেক জনকে একেক জায়গায় রেখে দালালচক্ররা পালিয়ে যায়। জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। উদ্ধার করা রোহিঙ্গা নারীটি বাংলাদেশের যে আশ্রয় শিবির থেকে পালিয়ে এসেছে তাকে আবার সেই আশ্রয় শিবিরে পৌঁছে দেয়ার জন্য ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় দু’জন বিজিবি সদস্য সহ পাঠিয়ে দেয়া হয়েছে।