করুণ পরিণতি অপেক্ষা করছে বিএনপির জন্য: ওবায়দুল
আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির জন্য মুসলিম লীগের মতো করুণ পরিণতি অপেক্ষা করছে— বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলে আয়োজিত রোহিঙ্গাদের জন্য আওয়ামী লীগ নেতাদের দেয়া টাকা জেলা প্রশাসনকে হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কথার চাতুরী আর মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজানো ছাড়া, আগামী নির্বাচনে জেতার মতো বিএনপির কোন পুঁজি নেই।
এ সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ নয় উল্লেখ করে তিনি আরো বলেন, কক্সবাজারের ওপর থেকে চাপ কমাতেই রোহিঙ্গাদের কিছু অংশ ভাসানচরে স্থানান্তরে কাজ করছে সরকার।
এদিকে, সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ও দলের উপদেষ্টা তোফায়েল আহমেদ বলেন, বিএনপি নির্দলীয় সরকারের দাবি জানালেও সংবিধানের বাইরে গিয়ে দেশে কোনও নির্বাচন হবেনা। সংবিধান মেনে নির্ধারিত সময়েই নির্বাচন হবে।