রংপুরকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার মেয়র প্রার্থীদের
রংপুরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করলেন সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা। সিটি নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংলাপে এ অঙ্গীকার করেন তারা। সংলাপে নগরীর নানা সমস্যা নিয়ে আলোচনায় করেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
এদিকে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। এতে নগরীর বিভিন্ন সমস্যা নিয়ে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের পাশাপাশি আলোচনায় অংশ নেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
সংলাপে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা রংপুরকে একটি সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহম্মদ ঝন্টু অঙ্গীকার করেন, রংপুরকে একটি পরিচ্ছন্ন মডেল নগরীতে পরিণত করার।
বিএনপির মেয়র প্রার্থী কাউছার জামান বাবলা, সিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আর জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নির্বাচিত হলে নগরবাসি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে রংপুরকে একটি বাসযোগ্য সবুজ নগরীতে পরিণত করবেন।
সংলাপ শেষে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান মেয়র প্রার্থীরা। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বিএনপি প্রার্থী কাওছার জামান বাবলার বিরুদ্ধে। তাকে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।