আশুলিয়া প্রেস ক্লাবের এক যুগ পূর্তি'র ব্যাপক প্রস্তুতি
আব্দুস সাত্তার, সাভারঃ
আশুলিয়া প্রেস ক্লাবের এক যুগ ও বর্ষপূর্তিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ক্লাবটির ম্যানেজিং কমিট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বর্ণাঢ্য আয়োজনে এ যুগপূর্তি অনুষ্ঠানটি শুরু হবে।
এ ব্যাপারে আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসাইন জয় ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নিপু বলেন, ক্লাবের যুগপূর্তি উপলক্ষ্যে মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। বৃহস্পতিবার এক যুগ ও বর্ষপূর্তিতে সকাল ১০টায় জাতীয় পতাকা ও ক্লাবের নিজস্ব পতাকা উত্তোলণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচী শুরু হবে। এরপর বর্ণাঢ্য র্যালী, মিলাদ মাহফিল, কেক কাটা, মোমবাতী প্রজ্জ্বলণ ও স্মৃতিচারণ মূলক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান । এরপর ১৪ ডিসে¤॥^র বুদ্ধিজীবি দিবস এবং সাভার-আশুলিয়া মুক্ত দিবসে আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে সাভার আশুলিয়ার মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও যুদ্ধকালীন স্মৃতিচারণ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতি বছরের ন্যায় এ অঞ্চলের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের ভাল কর্মকান্ডকে উৎসাহিত করার জন্য গুণিজন সম্মাননা’র ব্যবস্থা রয়েছে এ অনুষ্ঠানে।
এছাড়া ক্লাবের আয়োজনে ২৪ ডিসে¤॥^র স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপণ করেছেন। এসময় তিনি মাস ব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন করবেন।
উল্লেখ্য ২০০৫ সালে ৭ ডিসে¤॥^র এ সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।